পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

দিবসটিতে নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয় মেলার উদ্বোধন করা হয়। পরে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন করা হয় এবং বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha
পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন |নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিনটির সূচনা হয়।

পরে একই সময়ে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও দিবসটিতে নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয় মেলার উদ্বোধন করা হয়। পরে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন করা হয় এবং বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। হাসপাতাল, সরকারি-বেসরকারি শিশু সদন, এতিখনায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এছাড়া মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও রাকিবুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম সরদার, হিসাবরক্ষক কর্মকর্তা ওয়াকিউল ইসলাম, পল্লী বিদ্যুৎ নওগাঁ-১ পোরশা জোনের ডিজিএম মহিউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলমসহ বিভিন্ন কর্মকর্তারা।

অপরদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেইসাথে সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার আলীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল দিবসটিতে নানা কর্মসূচি পালন করে।