ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার একটি পোশাক কারখানায় ঝুটের গাড়ি বের হওয়াকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া দিয়েছে দুই সন্ত্রাসী গ্রুপসহ কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় সাধারণ পথচারীদের মারধর করা ও স্থানীয় দোকানপাট ভাঙচুর করার অভিযোগ উঠে। পরে যৌথবাহিনী ঘটনাস্থল থেকে তাদের ১১ জনকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এমন খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে হাজির হয়। পরে তাৎক্ষণিক ২০ জনকে হাতেনাতে আটক করে। পরবর্তী সময়ে তাদের মধ্যে কয়েকজনকে নিরপরাধ শ্রমিক পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেয়া হয়।
এদিকে কিশোর গ্যাংদের স্বীকারোক্তিতে তাদের সন্ত্রাসী দলের মূলহোতা হিসেবে মুকুল ভূইয়া ও রনি ভূইয়ার নাম পাওয়া যায়। পরে তাদের তথ্যের ভিত্তিতে মূলহোতাদের ও কিছু কিশোর গ্যাং লিডারদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
উল্লেখ্য, দীর্ঘ এক বছর ধরে ঝুট সংক্রান্ত বিভিন্ন গোলাগুলি ও সহিংস কার্যক্রমের ফলে জনগণের মনে শঙ্কা ও ভীতি সঞ্চার হয়েছিল। জামগড়া ও আশুলিয়া এলাকায় ঝুট ব্যবসা নিয়ে ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে কিছু সন্ত্রাসী গ্রুপের মধ্যে এলাকায় প্রভাব বিস্তারের জন্য একাধিকবার অস্ত্রের মহড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে গার্মেন্টস থেকে বের করে ঝুট বিক্রি করতে পারছিল না মালিকপক্ষ।