কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো: সজিব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২১ মে) সকালের দিকে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ট্রাক থামিয়ে সিকিউরিটি রুমের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তাকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেন।
নিহত সজিব পটুয়াখালীর বাউফল উপজেলার বট কাজল গ্রামের মো: শাহাবুদ্দিনের ছেলে বলে জানা গেছে। তিনি ট্রাকচালক ছিলেন বলে জানায় স্বজনরা।
নিহতের বাবা শাহাবুদ্দিন জানান, গতকাল রাতে তার ছেলে ভৈরব এলাকা দিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিলেন। পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কয়েকজন ছিনতাইকারী সজিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন ট্রাকচালক তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালের দিকে তাকে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক চিকিৎসকের সূত্রে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।