কক্সবাজারের উখিয়া থেকে র্যাব পরিচয়ে অপহরণ চক্রের মূলহোতা সিকদার প্রকাশ বলিকে (৪৫) আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় র্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল উখিয়ার পালংখালি মরাগাছতলা থেকে তাকে আটক করে।
আটক সিকদার উখিয়ার পালংখালি মরা আমগাছ তলার মোহাম্মদ আবুর ছেলে।
র্যাব জানায়, এ চক্রটি পাহাড়ি অঞ্চলে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায়ের জন্য ভয়ঙ্কর কায়দায় রোহিঙ্গা যুবকদের অপহরণ করছিল।
র্যাব-১৫ এর দেয়া তথ্য অনুযায়ী, গত ১১ জুন রাত ১১টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর বাসিন্দা হাফিজ উল্লাহকে ‘র্যাব পরিচয়’ দিয়ে অপহরণ করে তিন সন্ত্রাসী-বরখাস্ত সেনা সদস্য সুমন, স্থানীয় সন্ত্রাসী রাকিব এবং চক্রের নেতৃত্বদানকারী সিকদার। তারা ভিকটিমকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং টেকনাফের রঙ্গিখালী এলাকার গভীর পাহাড়ে আটকে রাখে।
পরে ভিকটিমের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একইসাথে প্রশাসনের সহায়তা নিলে হাফিজ উল্লাহকে হত্যা করার হুমকিও দেয় অপহরণকারীরা। র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ জুন বরখাস্ত সৈনিক সুমনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পরদিন ১৫ জুন সকালে র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন এবং বন বিভাগের যৌথ অভিযানে রঙ্গিখালির দুর্গম পাহাড় থেকে অপহৃত হাফিজ উল্লাহকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকালে অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামও পাওয়া যায়।
এই ঘটনায় র্যাব টেকনাফ থানায় মামলা দায়ের করে। এরপর থেকেই পলাতক ছিল চক্রের মূলহোতা সিকদার। অবশেষে ২৭ জুন সন্ধ্যা ৭টার দিকে র্যাব-১৫ এর সিপিসি-২ ইউনিট হোয়াইক্যং ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে উখিয়ার মরাগাছতলা এলাকা থেকে সিকদারকে (৪৫) গ্রেফতার করে।
র্যাব আরো জানায়, আটক হওয়া সন্ত্রাসীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।