মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

‘ডাকাতরা চাঁদা তোলার চেষ্টা করছিল। পুলিশ থাকায় তারা ব্যর্থ হয়। ঘটনাটির পর সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Gazaria
গুয়াগাছিয়া ইউনিয়নের সদ্য চালু হওয়া পুলিশ ক্যাম্প
গুয়াগাছিয়া ইউনিয়নের সদ্য চালু হওয়া পুলিশ ক্যাম্প |সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের টহলরত স্পিডবোটকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে নৌ-ডাকাতরা।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার পর উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নয়ন-পিয়াস গ্রুপের অন্তত ৩০-৩৫ জন সদস্য পাঁচ-ছয়টি ট্রলারে করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পাল্টা আত্মরক্ষায় পুলিশও গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে আধা ঘণ্টার বেশি সময় ধরে গোলাগুলি চলে। ডাকাতরা প্রায় ১০০ রাউন্ড এবং পুলিশ ২৪ রাউন্ড গুলি ছোড়ে।

গজারিয়া থানার ওসি মো: আনোয়ার আলম আজাদ বলেন, ‘আমাদের কোনো পুলিশ সদস্য আহত হয়নি। তবে সন্ত্রাসীদের কেউ আহত হয়েছে কিনা নিশ্চিত নই।’

পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, ডাকাতরা চাঁদা তোলার চেষ্টা করছিল। পুলিশ থাকায় তারা ব্যর্থ হয়। ঘটনাটির পর সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গত ২২ আগস্ট জামালপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। এর বিরোধিতা করে আসছিল নৌ-ডাকাতরা, যারা অবৈধ বালুমহাল, নৌযানে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে সক্রিয়।