গাজীপুরে চলন্ত অবস্থায় একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। তবে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, অগ্নিকাণ্ডের সংবাদে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চলন্ত বাসের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় বাসে ১০ জনের মতো যাত্রী ছিল। তারা সবাই দ্রুতই নিরাপদে নেমে যায়। পরে ফয়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় বাসেরচালক ও হেলপারকে দেখা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগে প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে হারিকেন এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন লাগে।



