ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভার নুরপুরের বিলের মধ্যে থেকে উজ্জ্বল মোল্লা (৩৫) নামে এক রং মিস্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে বিলের একটি পরিত্যক্ত বাড়িতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
উজ্জ্বল মোল্লা নুরপুর গ্রামের বাহাদুর মোল্লার ছেলে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফ হোসেন জানান, লাশের পরিচয় শনাক্ত করা গেছে। উজ্জ্বল নেশাগ্রস্ত হওয়ার কারণে এক সপ্তাহ আগে তার মা-বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন।
ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।