সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিবসটির শুরু হয়।
পরে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহের নেতৃত্বে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে শহীদ মিনার প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার, দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সালেহীন খাঁন, কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও সাংবাদিকরা।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। যেমন— সকাল ৯টায় দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সন্মাননা, তিন দিনব্যাপী বিজয় মেলা ও শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
বিকেলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সুবিধাজনক সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন। হাসপাতাল, শিশু পরিবারসহ ছিন্নমূল মানুষের মাঝে খাবার পরিবেশন ও মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা।



