ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচন কমিশনের সংসদীয় আসনের পুনঃসীমানা নির্ধারণের সিদ্ধান্তের প্রতিবাদে এবার কাফনের কাপড় পরে আন্দোলনে নেমেছে স্থানীয়রা। আলগী ও হামিরদী ইউনিয়ন দু‘টি কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে মহাসড়ক, রেললাইনের পাশাপাশি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরোধ করে রাখছে আন্দোলনকারীরা।
এতে ২১ জেলার যান চলাচল বন্ধ রয়েছে। একইসাথে বন্ধ রয়েছে ঢাকা, যশোর, খুলনার সাথে ট্রেন চলাচল।
এদিকে এ অবরোধে নেতৃত্ব দেয়া আলগী ইউনিয়নের চেয়ারম্যান মো: মনিরুজ্জামান সিদ্দিক মিয়াকে আটক করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। এর আগে, দু’দিনের বিরতির পর শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন দিনব্যাপী কর্মসূচি হিসেবে পুনরায় অবরোধ কার্যক্রম শুরু হয়।
ফরিদপুর ৪-আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নিয়ে নগরকান্দা-সালতা উপজেলায় অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র এবং সাবেক ফরিদপুর-৫ পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এবং সড়ক রেলপথ অবরোধ করছে স্থানীয়রা। রোববার সকল ৭টা থেকে ভাঙ্গা উপজেলার সুয়াদি, মনসুরাবাদ, হামিরদী, নওপাড়া, পুকুরিয়া বাসস্ট্যান্ড, ভাঙ্গা বিশ্বরোড মোড় ও ভাঙ্গা হাসপাতাল-সংলগ্ন এলাকায় পঞ্চম দিনের মতো ভাঙ্গার সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বানে এ কর্মসূচি শুরু হয়।
ফরিদপুর-বরিশাল, যশোর-ঢাকা, খুলনা, ঢাকা-গোপালগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে দুই ইউনিয়নের লোকজন। গত পাঁচ দিন ধরে সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ। এছাড়া আজ থেকে ঢাকার সাথে খুলনা ও যশোর থেকে ঢাকাগামী রেল চলাচল বন্ধ রয়েছে।
এই অবরোধের কারণে দক্ষিণবঙ্গের ২১টি জেলার যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে হাজার হাজার যাত্রী।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ জানান, রাস্তায় গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রেখেছে স্থানীয়রা। তবে যেকোনো পরিস্থিতি রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
এর আগে, গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আলগী ইউনিয়ন কমপ্লেক্স চত্বরে সর্বদলীয় ঐক্য পরিষদের আয়োজনে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়েন ইউনিয়নের চেয়ারম্যান ও সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ম ম সিদ্দিক মিয়া।
সংবাদ সম্মেলনে আজ ১৪ সেপ্টেম্বর থেকে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন।
অন্যদিকে শনিবার দিবাগত রাত ২টার দিকে নগরকান্দা থানার চাঁদহাটের দহি সারা গ্রাম থেকে আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে ডিবি পুলিশ আটক করে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ আটকের বিষয়টি নিশ্চিত করেন।



