গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সায়মা রহমান (৫) নামে শিশু মারা গেছে। এতে তার পরিবারের আরো চারজন আহত হয়েছেন।
বুধবার (১১ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওয়াহিদুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু সায়মা রহমান ঢাকার নিউস্কাটন রোডের বাসিন্দা রাফিউর রহমানের মেয়ে। এছাড়া এ দুর্ঘটনার নিহত সায়মার বাবা রাফিউর রহমান (৪৫), মা নুসরাত জাহান (৩৭), ভাই আসিক দাওয়ান (১০) ও আ: রহমান (৪) গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওয়াহিদুর রহমান জানান, প্রাইভেটকারে করে একই পরিবারের পাঁচজন ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। এসময় প্রাইভেটকারটি ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের দ্রুতগামী একটি বাসের সাথে মুখোমখি সংঘর্ষ ঘটে।
এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে পাঁচজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার সায়মাকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মানোষ ভট্রাচার্য বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পরে শিশু সায়মার মাথায় গুরুতর আঘাত থাকায় কিছু সময় পরেই মারা যায়। বাকীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।’