বদরখালী সমিতির নেতৃত্বে ছরওয়ার-মঈন

ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Cox's Bazar
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক |নয়া দিগন্ত

দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তর চকরিয়ার উপকূলীয় বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়ছে। এতে ছরওয়ার আলম সিকদার (চেয়ার) সভাপতি ও মঈন উদ্দীন (চাকা) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

জানা যায়, নির্বাচনে ১২টি পদের জন্য ৩২ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নতুন এ কমিটি আগামী তিন বছরের জন্য কাজ করবেন।

ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব উপস্থিত ছিলেন।