নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে মঙ্গলবার বিকেল ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত হয়েছেন।
নিহত নারী ৪ নম্বর আলাইয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ীর বাসিন্দা।
জানা যায়, নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের চেয়ারম্যান রাস্তার মাথায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান চাপা দিলে সিএনজি অটোরিকশার আরোহী হাসিনা বেগম(৪৫) ঘটনাস্থলে মারা যান।
হাইওয়ে পরিদর্শক মোবারক হোসেন ভূঁইয়া জানান, চাপা দিয়ে পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।