চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও নানা অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীরা। সম্প্রতি গণমাধ্যমে এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশের পর মাঠে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৪ আগস্ট) দুপুরে দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের একটি প্রতিনিধি দল ওই হাসপাতালে অভিযান চালায়।
অভিযানকালে দুদক কর্মকর্তারা ওষুধ সংরক্ষণাগার, বহির্বিভাগ, ল্যাব ও ভর্তি ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের জেনারেটর, ইসিজি মেশিনসহ যন্ত্রপাতির অব্যবস্থাপনার প্রমাণ মেলে। পাশাপাশি রোগীদের পরীক্ষা-নিরীক্ষা বাইরের ল্যাবে করানোরও প্রমাণ পান তারা।
এ সময় চিকিৎসা নিতে আসা রোগীরা দুদক কর্মকর্তাদের কাছে নানা অভিযোগ করেন।
চন্দনাইশ থেকে আসা রোগী মো: মোস্তাফিজুর রহমান অভিযোগ করে বলেন, ‘গত রাত থেকে ওয়াশরুমে পানি নেই। জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ডাক্তাররাও সবসময় উপস্থিত থাকেন না।’
আবদুর রহমান নামে আরেক রোগী বলেন, ‘আমরা গরিব মানুষ। বিনা খরচে চিকিৎসা পাওয়ার কথা শুনে আসি। কিন্তু প্রায় সময়ই বাইরে থেকে ওষুধ কিনতে হয়।’
অভিযান শেষে দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান খান অপু সাংবাদিকদের জানান, ‘গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করেছি। প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘রোগীদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে, দুপুর ১২টার পর আর ডাক্তাররা থাকেন না। তাই রোগীরাও দুপুরের পর হাসপাতালে আসেন না।’
অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা: মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘দুদক যে অভিযোগগুলো শুনেছে আমরাও সেগুলো জেনেছি। এগুলো নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’