‘কালভার্টে রডের বদলে বাঁশ সাত দিনেই ধস’ শিরোনামে দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর রাতারাতি বাঁশের স্থলে রড দিয়ে কালভার্টের পুনঃনির্মাণ কাজ করা হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
গত শুক্রবার (২৫ জুলাই) নয়া দিগন্তের অনলাইন ভার্সনে ওই সংবাদটি প্রকাশিত হয়।
বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মিলন খাঁন পুনরায় এই কালভার্টটি সংস্কার করেছেন বলে স্থানীয়রা জানায়।
উল্লেখ্য, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে যাতায়াতের সড়কে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ও স্থানীয় ইউপি সদস্য জামিল খাঁনের তত্ত্বাবধানে দুই লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় কালভার্ট। কিন্তু নির্মাণের সপ্তাহ না পেরোতেই কালভার্টটি ধসে পড়ে। সড়কটি দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়।
এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সাংবাদিকরা সরেজমিনে গেলে ধসেপড়া স্থানে দেখতে পাওয়া যায় রডের বদলে বাঁশ দিয়ে নিয়মবহির্ভূত কাজ করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ইউপি সদস্য জামিল খাঁন এই কালভার্ট নির্মাণ করেন। তখন পরিমাণে সিমেন্ট কম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার বিষয়টি স্থানীয়রা একাধিকবার আপত্তি জানালেও জনপ্রতিনিধিরা তা এড়িয়ে চলেন।
এ বিষয়ে বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মিলন খাঁন জানান, ‘কাঁঠালবাড়ি রাস্তায় অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাকের কারণে কালভার্ট ভেঙে যায়। জনসাধারণের চলাচলের জন্য পুনরায় কালভার্টের কাজ করা হয়েছে।’