মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী প্রত্যাহারের দাবিতে তৃণমূলের সংবাদ সম্মেলন

৪ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত ৩৬টি আসনের মনোনয়নের তালিকায় মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো: কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণা করেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী প্রত্যাহারের দাবিতে তৃণমূলের সংবাদ সম্মেলন
মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী প্রত্যাহারের দাবিতে তৃণমূলের সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন বাতিল এবং মো: মহিউদ্দিনকে মনোনয়ন দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তৃণমূল নেতাকর্মীদের একাংশ।

রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে ওই সংবাদ সম্মেলন করা হয়।

সম্মেলনে সদর উপজেলা, গজারিয়া উপজেলা, মুন্সীগঞ্জ পৌরসভা ও মীরকাদিম পৌরসভার ওয়ার্ড পর্যায়ের প্রায় ৭৪ জন সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

তারা জানান, ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনা করে মহিউদ্দিনকে প্রার্থী করতে হবে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল বলেন, ‘তৃণমূল নেতাকর্মীদের স্বাক্ষরিত একটি আবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। ওই আবেদনে ঘোষিত প্রার্থীকে প্রত্যাহার করে মহিউদ্দিনকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্য এ কে এম ইরাদত মানু, শহীদুল ইসলাম কমিশনার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শফিক, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, মীরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল ও সাবেক ভিপি শাহীন মিয়াসহ দুই উপজেলা ও দুই পৌরসভার নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত ৩৬টি আসনের মনোনয়নের তালিকায় মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো: কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণা করেন।