সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২৪ পদে লড়ছেন ৫৮ প্রার্থী

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে সমিতির নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬৬৫ জন। ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন আইনজীবী প্রার্থী।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সংগৃহীত

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৪টি পদে ৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

সোমবার (৫ জানুয়ারী) বিকেলে আইনজীবী সমিতির লাইব্রেরি হলে মনোনয়নপত্র যাচাই-বাছাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার মো: ছয়ফুল আলমের সভাপতিত্বে এবং সহকারী নির্বাচন কমিশনার মো: আব্দুল্লাহ আল-হেলাল ও মো: কাওছার জুবায়েরের পরিচালনায় নির্বাচন মনিটরিং কমিটির সদস্যমণ্ডলী, বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীগণ ছাড়াও শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে সমিতির নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬৬৫ জন। ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন আইনজীবী প্রার্থী।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদসহ ২৪টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আইনজীবীবৃন্দরা হলেন, সভাপতি পদে মো: আব্দুল ওদুদ, গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল), মো: সামছুল হক ও সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সিনিয়র সহ-সভাপতি পদে মো: আলী হায়দার, আয়েশা সিদ্দিকা (শিপা), জ্যোৎস্না ইসলাম ও পান্না লাল দাশ, সহ-সভাপতি পদে আব্দুস সোয়েব আহমদ, মোহাম্মদ আব্দুল হান্নান ও মোহাম্মদ গোলাম কিবরিয়া (রেজু), সাধারণ সম্পাদক পদে আবুল খায়ের হেলাল আহমদ, মো: জোবায়ের বখ্ত জুবের, দেলোয়ার হোসেন দিলু, বিপ্লব কান্তি দে মাধব, মুমিনুর রহমান (টিটু), মোহাম্মদ আব্দুছ ছাত্তার ও মো: হুমায়ুন রশীদ (সোয়েব), যুগ্ম সম্পাদক-১ পদে মো: আজমল হোসেন, মো: আব্দুল মুকিত (অপি), মো: কামরুজ্জামান, জয়ন্ত চন্দ্র ধর, মো: তাজ রীহান (জামান) ও মো: মতিউর রহমান, যুগ্ম সম্পাদক-২ পদে কানন আলম, মো: তানভীর আখতার খান ও মো: হেদায়েত হোসেন তানবীর, ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে মনির উদ্দিন, মোবারক হোসাইন ও মোহাম্মদ মঈনুল ইসলাম, সহ-ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে দেবব্রত চৌধুরী লিটন ও মোহাম্মদ আশিক উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে ঝুমকি পুরকায়স্থ ও সোলেমান আহমদ চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার পদে মো: সিরাজুল হক ও সৈয়দ ফেরদৌস আহমদ, সহকারি নির্বাচন কমিশনারের ২টি পদে আবুল কালাম আজাদ (রিপন), মো: খোরশেদ আলম, মো: নাজমুল ইসলাম ও মোহাম্মদ নাজমুল হুদা, মহিলা বিষয়ক সম্পাদক পদে জাকিয়া জালাল, সেবা বেগম ও সোনিয়া জেরীন চৌধুরী, মহিলা বিষয়ক সহ-সম্পাদক পদে সৈয়দা হেলেন বেগম, সহ সম্পাদকের ৩টি পদে মো: আবুল হোসেন, মো: ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল, মো: জাহিদুল হক জাবেদ, জিয়াউল হক মোস্তাক ও মো: দেলোয়ার হোসেন।

এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ৭টি পদে মো: আতিকুর রহমান, মো: আনোয়ার হোসেন, এ.এস.এম আব্দুল গফুর, মো: আলীম উদ্দিন, মো: ইরফানুজ্জামান চৌধুরী, মো: ওবায়দুর রহমান, একেএম. ফখরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও সুলতানা রাজিয়া ডলি প্রতিদ্বন্দ্বিতা করছেন।