শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে জাতীয় কবি নজরুল সেন্টার প্যারিসের বিদ্রোহ ও প্রতিবাদী কবিতা পাঠ

ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অমর যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অনতিবিলম্বে বিচারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিস, ফ্রান্সের উদ্যোগে বিদ্রোহ ও প্রতিবাদী কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
জাতীয় কবি নজরুল সেন্টার প্যারিসের বিদ্রোহ ও প্রতিবাদী কবিতা পাঠ
জাতীয় কবি নজরুল সেন্টার প্যারিসের বিদ্রোহ ও প্রতিবাদী কবিতা পাঠ |নয়া দিগন্ত

ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অমর যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অনতিবিলম্বে বিচারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিস, ফ্রান্সের উদ্যোগে বুধবার প্যারিসের একটি রেস্টুরেন্টে বিদ্রোহ ও প্রতিবাদী কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি কবি সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা নজরুল গবেষক খোরশেদ আলম পাটওয়ারী।

বিদ্রোহ ও প্রতিবাদী কবিতা পাঠের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাহাঙ্গীর আলম ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপদেষ্টা ও রাজনীতিবিদ আব্দুল হাকিম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সমন্বয়ক সাংবাদিক কামরুজ্জামান কাজল, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র ও ফ্রান্স টুয়েন্টি ফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ। লিখিত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি কবি চৌধুরী রেজাউল হায়দার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ফরাসী নাট্যকর্মী শোয়েব মুজাম্মেল, অ্যাডভোকেট ও চিন্তক মনোয়ার হোসেন পাটওয়ারী, শুদ্ধেস্বর অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক রকিবুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি জাকির খান, মানবাধিকার কর্মী মিনহাজ উদ্দীন, সাবেক ছাত্রনেতা জুয়েল আহমদ, সফিউল আলম সজল, আব্দুল কাইয়ুম ও সংগঠনের প্রচার সম্পাদক জামিল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সদস্য সুহেল আহমদ, সদস্য ফয়েজ আহমদ, ফখরুল ইসলাম ও মুহাম্মদ আল আমীন প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের একজন সক্রিয় বিপ্লবী কণ্ঠস্বর। তাকে ‘শহীদ’ আখ্যা দিয়ে বক্তারা অভিযোগ করেন যে তার হত্যার বিচার এখনো নিশ্চিত হয়নি। তারা দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

অনুষ্ঠানে প্রতিবাদী কবিতা পাঠ ও বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন। আয়োজকদের মতে, এই কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়বিচারের দাবিকে আরো জোরালো করা হবে।