৩০ জানুয়ারি জামায়াত আমিরের জনসভা

নোয়াখালীতে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা

সভায় আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নোয়াখালী আগমন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও পরিকল্পনা উপস্থাপন করা হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
জামায়াত আমিরের জনসভা উপলক্ষে নোয়াখালীতে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
জামায়াত আমিরের জনসভা উপলক্ষে নোয়াখালীতে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

নোয়াখালীতে ডা. শফিকুর রহমানের জনসভা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় জেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। সভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন ।

সভায় আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নোয়াখালী আগমন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও পরিকল্পনা উপস্থাপন করা হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জোটের সকল নেতা-কর্মীকে সজাগ থেকে মাঠে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি গণভোটে সকলকে "হ্যাঁ" ভোটের পক্ষে অবস্থান নিতে এবং সাধারণ জনগণের মাঝে "হ্যাঁ" ভোটের গুরুত্ব তুলে ধরার জন্য বিশেষভাবে তাগিদ দেয়া হয়। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ আশ্বাস প্রদানে গুরুত্বারোপ করা হয়।

১১ দলীয় জোটের প্রস্ততি সভায় আরো উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমির অধ্যক্ষ সাইয়েদ আহমদ, খেলাফত মজলিসের সহ-সেক্রেটারি মো: ফয়েজ উল্লাহ , খেলাফত মজলিসের কোষাধ্যক্ষ মাওলানা মাইন উদ্দিন, খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক ও সুবর্নচর উপজেলা সেক্রেটারি মাওলানা মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নোয়াখালী জেলা রাশেদ বিল্লাহ আলমগীর, সদস্যসচিব এনসিপি নোয়াখালী জেলা সভাপতি কাজী মাঈন উদ্দিন তানভীর, খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম আমিনী, খেলাফত মজলিসের সভাপতি মো. ইউসুফ আল মাদানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান নোমানী, নোয়াখালী জেলা দক্ষিণ খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা শরীফুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসাইন তুহিন, জেলা দক্ষিণ সহ-প্রচার সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস মো. হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস ডা. শাহাব উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা ফখরুল ইসলাম, সভাপতি খউচ প্রফেসর সাহাব উদ্দিন ভূইয়া, জামায়াতের শহর সেক্রেটারি মায়াজ, ছাত্রশিবির নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান প্রমুখ।