লালমনিরহাটে ট্রাকচাপায় মাদরাসাছাত্র নিহত

নিহত তানভীর হাসান কালীগঞ্জ উপজেলার কাকিনা রুদরেশ্বর গ্রামের আব্দুল কাদের হোসেনের ছেলে। তিনি কাকিনা মোস্তফাবিয়া কামিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
ট্রাকচাপায় মাদরাসাছাত্র নিহত
ট্রাকচাপায় মাদরাসাছাত্র নিহত |নয়া দিগন্ত

লালমনিরহাটের কালীগঞ্জে জুমার নামাজ শেষে ফেরার পথে ট্রাকচাপায় মো: তানভীর হাসান (২৪) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) উপজেলার কাকিনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর হাসান কালীগঞ্জ উপজেলার কাকিনা রুদরেশ্বর গ্রামের আব্দুল কাদের হোসেনের ছেলে। তিনি কাকিনা মোস্তফাবিয়া কামিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, তানভীর হাসান মোটরসাইকেলে করে কাকিনা বাজার থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’