লালপুরে প্রাইভেটকার চালককে গলা কেটে হত্যা

ধারণা করা হচ্ছে, আহত অবস্থায় প্রাইভেটকার থেকে বের হয়ে জনসমাগম এলাকায় যাওয়ার চেষ্টা করে চালক সাইদুর। এরপর তিনি সামনে এগোতে পারেননি।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
নিহত সাইদুর রহমানের ব্যবহৃত প্রাইভেটকার
নিহত সাইদুর রহমানের ব্যবহৃত প্রাইভেটকার |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে সাইদুর রহমান নামে প্রাইভেটকারের এক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে উপজেলার গোপালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল স্কুলের পাশে এঘটনা ঘটে।

নিহত সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে গোপালপুর রেলগেটের দিকে যাওয়ার পথে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের সামনে চালকের গলায় ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, আহত অবস্থায় প্রাইভেটকার থেকে বের হয়ে জনসমাগম এলাকায় যাওয়ার চেষ্টা করে চালক সাইদুর। এরপর তিনি সামনে এগোতে পারেননি।

ঘটনার পর রাস্তার পাশে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চালকের লাশ উদ্ধার করে। এসময় একটি ছুরিসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এঘটনায় পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।’