সাদুল্লাপুরে চায়ের দোকানে বাকি না দেয়ায় নারীসহ গুলিবিদ্ধ ২

অস্ত্রধারী গোলাপ মিয়া তৎকালীন এমপি উম্মে কুলসুম স্মৃতির আস্থাভাজন ছিলেন বলে জানা গেছে।

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Sadullapur
সাদুল্লাপুরে চায়ের দোকানে বাকি না দেয়ায় নারীসহ গুলিবিদ্ধ ২
সাদুল্লাপুরে চায়ের দোকানে বাকি না দেয়ায় নারীসহ গুলিবিদ্ধ ২ |নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি চায়ের দোকানে বাকি না দেয়ায় মহিলাসহ দুইজনকে গুলি করেছে গোলাপ মিয়া (৩০) নামের এক যুবক। এতে গুলিবিদ্ধ ওয়াসিম মিয়া (৪৫) ও মর্জিনা বেগম (৩৫) গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজার এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওয়াসিম মিয়া ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ও মর্জিনা বেগম মজিদ মিয়ার স্ত্রী। আর অস্ত্রধারী গোলাপ মিয়া একই গ্রামের মরহুম তয়েজ প্রামানিকের ছেলে।

স্থানীয়দের বরাদ দিয়ে ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য খোকন মিয়া বলেন, ওই সময় সিদ্দিকের চায়ের দোকানে এসে গোলাপ মিয়া বাকিতে সদায় চান। এতে অপারগতা জানালে গোলাপ মিয়া হঠাৎ করে পিস্তল বের করে একাধিক গুলি ছোড়েন। এতে ওয়াসিম মিয়ার অন্ডকোষের নিচে এবং মর্জিনা বেগমের পায়ে গুলি লেগে গুরুতর আহত হয়েছেন। দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসাপাতালে ভর্তি করা হয়। এই অস্ত্রধারী গোলাপ মিয়া তৎকালীন এমপি উম্মে কুলসুম স্মৃতির আস্থাভাজন ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই অস্ত্রের উৎস খোঁজাসহ অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।