আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী শাওন খানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে তাকে গ্রেফতার করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার শাওন খান ঝালকাঠির নলছিটি উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগের সভাপতি ফিরোজ আলম খানের ছেলে।
জানা গেছে, শাওন খান আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী ও কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। পরে তিনি আমুর প্রভাব খাটিয়ে অবৈধভাবে কোটিপতি বনে যান। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি পলাতক ছিলেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন তালুকদার বলেন, ‘একটি মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঝালকাঠিতেও মামলা রয়েছে।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা শাওন গ্রেফতার হয়েছে। আমাদের এখানের মামলায়ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।’