গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কর্মসূচিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে লালমনিরহাট শহরের বড় মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়।
লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট-৩ আসনের প্রার্থী হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলমসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘গোপালগঞ্জে বিপ্লবীদের ওপর হামলা এবং অপমান কোনোভাবেই মেনে নেয়া হবে না। গণতান্ত্রিক আন্দোলনে এ ধরনের হামলা ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। এর তীব্র নিন্দা জানাই।’
সমাবেশে বক্তারা এনসিপি’র সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় প্রশাসনের কঠোর সমালোচনা করেন। একইসাথে সেখানকার প্রশাসনের দায়িত্ব অবহেলায় অব্যাহতি দাবি করেন।