দশমিনায় অটোরিকশার ধাক্কায় শিশুশিক্ষার্থী নিহত

স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় মায়মুনা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
নিহত
নিহত |নয়া দিগন্ত

পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় মায়মুনা (৬) নামে এক প্রাক-প্রাথমিক শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ সোমবার বেলা পৌনে ১২টায় উপজেলার ৭৩ নম্বর উত্তর-পশ্চিম গছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মায়মুনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের মুন্সি বাড়ির মো. লুৎফর মুন্সির মেয়ে।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার পর ছুটির সময় বাড়ির উদ্দেশে রওনা হলে বিদ্যালয়ের সামনের সড়কে একটি বেপরোয়া গতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মায়মুনা। স্থানীয়দের চিৎকারে শিক্ষক-কর্মচারীরা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: হাসিনা বেগম বলেন, ‘স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় মায়মুনা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আলীম জানান, ‘মায়মুনার পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’