সরাইলে ২ পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে বৃদ্ধ নিহত, আহত ২০

সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘরও।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Sarail

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আরফোজ আলী (৭০) নামে এক বৃদ্ধ টেটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরফোজ আলী একই গ্রামের চারুহাটি এলাকার মৃত ফুল মিয়ার ছেলে।

সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘরও। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাগুরহাটি এলাকার একটি জমি নিয়ে ধন মিয়া ও কালু মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে গত শনিবার ও আজ রোববার দুপুরে আবারো দুই গোষ্ঠীর লোকজন টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আরফোজ আলী টেটাবিদ্ধ হয়ে মারা যান।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো: জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।