ময়মনসিংহে সেনাবাহিনীর অভিযানে ৩২০০ কেজি সরকারি চাল জব্দ

সোমবার (২ জুন) ভোরে ইউনিয়ন পরিষদের কাছেই এক বাড়ি থেকে অভিযান চালিয়ে ১০৭ বস্তা (৩২১০ কেজি) চালসহ এক নারীকে আটক করা হয়।

Location :

Gauripur
কল্পনা আক্তার
কল্পনা আক্তার |নয়া দিগন্ত

ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই ও তার শ্যালক ভিজিএফের চাল আত্মসাতের চেষ্টাকালে ৩ হাজার ২১০ কেজি চাল জব্দ করেছে বাংলাদেশ সেনবাহিনী।

সোমবার (২ জুন) ভোরে ইউনিয়ন পরিষদের কাছেই এক বাড়ি থেকে অভিযান চালিয়ে ১০৭ বস্তা (৩২১০ কেজি) চালসহ এক নারীকে আটক করা হয়।

স্থানীয় সূত্র ও সেনাবাহিনীর তথ্যে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মতো জেলায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল রোববার (১ জুন) গৌরীপুরের ৭ নম্বর রামগোপালপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, ওই চাল সঠিকভাবে বিতরণ না করে পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমীন জনির নির্দেশে তার ভাই রতন মাস্টার ও শ্যালক তুহিনকে দিয়ে গভীর রাতে বিক্রি করে দেন। পরে ওই চাল পরিষদের পাশে মো: শাহজাহানের বাড়িতে রাখা হয়। একপর্যায়ে আজ সোমবার ভোর চারটার দিকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার সময় সড়কে টহলরত সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। এ সময় অনেকে পালিয়ে গেলেও কথিত কালোবাজারি শাহজাহানের স্ত্রী মোছাম্মৎ কল্পনা আক্তার (৪৫) ধরা পড়েন। পরে সেনাবাহিনীর দলটি তার বাড়িতে গিয়ে ১০৭ বস্তা চাল জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনির মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে পরিষদের সচিব টুম্পা রানী এ বিষয়ে কোনো কথা বলতে রাজী হননি।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বলেন, বিষয়টি জানতে পেরে খোঁজখবর নেয়া হ‌চ্ছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।