ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নানার বাড়িতে এসে পানিতে ডুবে আজমান হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ সেপ্টেমম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম আউরা গ্রামের একটি ছোট খালে পরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মৃত আজমান হোসেন ফরিদপুর উপজেলার রাহাত হোসেনের ছেলে। তারা মা-বাবা উভয়ে ঢাকায় চাকরি করে সেই সুবাদে শিশু আজমান নানা বাড়িতে নানা-নানীর সাথে থাকত।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, আজ সকালে আজমান তার নানি মরিয়ম বেগমের সাথে নানাবাড়ির উঠানে খেলাধুলা করছিল। নানির অগোচরে সে বাড়ির পেছনে ছোট খালের পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সকাল ১১টার দিকে তার লাশ ভেসে ওঠে। পরে তাকে উপজেলা উপস্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ মজুমদার তাকে মৃত ঘোষণা করেন।
পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা মো: মুনজুর আলী বলেন, নানির সাথে উঠানে বসে খেলছিল আজমান সবার চোখ ফাঁকি দিয়ে ছোট খালে পড়ে ডুবে গেছে। অনেক খোঁজাখুঁজির পর ছোট খালে তার লাশ ভেসে ওঠে।
স্থানীয়রা জলাশয়ের আশপাশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা এবং সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য বাদল মাহমুদ বলেন, ঘটনাটি তিনি লোক মারফত জানতে পেরেছেন। বিষয়টি খুবই দু:খজনক আমি শোক ও সমবেদনা জানাই।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।