কুমিল্লায় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

শতবর্ষের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে আগামী জাতীয় নির্বাচন

‘শতবর্ষের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকলের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অন্তবর্তী সরকার খুবই আন্তরিক।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লায় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
কুমিল্লায় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় |নয়া দিগন্ত

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মু: রেজা হাসান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেছেন, ‘শতবর্ষের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকলের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অন্তবর্তী সরকার খুবই আন্তরিক। কুমিল্লার পূর্বের নির্বাচনের অনিয়মের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।’

বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত কুমিল্লায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সাংবাদিকরা কুমিল্লা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘যে বিষয়গুলো আপনারা বলেছেন- তা শুধু কুমিল্লার নয়, সারাদেশেই এ ধরণের সমস্যা রয়েছে। শহরের দূষণ, যানজট, কিশোর গ্যাং, খাদ্যের বিষয়ে যে সমস্যা আছে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করব। শহরের অটোরিকশাগুলোকে লাল ও সবুজ চিহ্নিত করে দুই বেলায় চলার অনুমতি দেয়া হবে।

সভায় বক্তব্য রাখেন- কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল প্রমুখ। এসময় কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।