গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

গত বুধবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। অবশেষে বৃহস্পতিবার সকালে স্টেশন সংলগ্ন পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)

Location :

Gaffargaon
গফরগাঁও থানা
গফরগাঁও থানা |সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর সিনথিয়া (৭) নামে এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন জামে মসজিদ সংলগ্ন একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

সিনথিয়া উপজেলার সালটিয়া ইউনিয়নের সালটিয়া গ্রামের রুবেল মিয়ার মেয়ে। তার মা সুমি বেগম মানুষের বাসায় কাজ করেন। তারা স্টেশন এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন।

শিশুটির মা সুমি বেগম জানান, সিনথিয়া গত বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে বৃহস্পতিবার সকালে স্টেশন সংলগ্ন পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা জিআরপি ফাঁড়ি পুলিশ ও গফরগাঁও থানায় খবর দেন। পরে পুলিশ এসে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। শিশুটি একদিন আগে নিখোঁজ হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।