আগামী মহান বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন ঘোষণা হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অধিশাখা-১-এর যুগ্ম সচিব আবুল খায়ের মো: হাফিজুর রহমান খান।
তিনি বলেন, সিটি করপোরেশনে উন্নীত হওয়ার জন্য যে আটটি শর্ত বা যোগ্যতা প্রয়োজন তার সবকটিই বগুড়া পৌরসভার রয়েছে। তাই বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে কোনো বাধা নেই।
তিনি সোমবার (২০ অক্টোবর) সাতমাথা, শাকপালা, এরুলিয়া, মাটিডালি এলাকা পরিদর্শন শেষে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় সাংবাদিকদের সাথে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি এসময় জানান, ‘শিগগিরই সরেজমিন প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে দাখিল করা হবে। এরপর সরকারি নিয়মানুযায়ী সিটি করপোরেশনে উন্নীত করার গেজেট প্রকাশ হবে। সে অনুযায়ী আগামী বিজয় দিবসের আগেই এটা সম্ভব হবে বলে আশা করি।’
তার সাথে এসময় জেলা প্রশাসক হোসনা আফরোজা, পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ, পৌর নির্বাহী কর্মকর্তা মো: শাহজাহান আলম রিপন, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, শহর পরিকল্পনাবিদ প্রকৌশলী আল মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি সরকারের স্থানীয় সরকার বিভাগের এ কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় সরকার। সে মোতাবেক তিনি সরেজমিনে পরিদর্শন করেন।



