এম জহির উদ্দিন স্বপন

তরুণ প্রজন্মকে বুঝতে পারলেই সঠিক পথে বাংলাদেশ

ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও মেধাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
বরিশালের গৌরনদীর মাহিলাড়া ডিগ্রি কলেজে এম জহির উদ্দিন স্বপন
বরিশালের গৌরনদীর মাহিলাড়া ডিগ্রি কলেজে এম জহির উদ্দিন স্বপন |নয়া দিগন্ত

ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও মেধাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া ডিগ্রি কলেজের নবীনবরণ ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তরুণদের ভাষা, চিন্তা ও স্বপ্নকে বুঝতে পারলেই নতুন প্রজন্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। পুরনো চিন্তা ও দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে আমাদের ভাবনার জগতকে সংস্কার করতে হবে।’

শিক্ষাক্ষেত্রে আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে স্বপন বলেন, ‘শিক্ষা বিনিময়ের পদ্ধতিকে প্রযুক্তিনির্ভর করতে হবে। শিক্ষকদের মধ্যে যদি ডিজিটাল মনোভাব সৃষ্টি না হয়, তবে শিক্ষার্থীদের মধ্যে আধুনিক মানসিকতা গড়ে তোলা সম্ভব নয়।’

রাজনৈতিক শৃঙ্খলা রক্ষার বিষয়ে সতর্ক করে তিনি আরো বলেন, ‘পুরনো চিন্তা ও দৃষ্টিভঙ্গি মাথা থেকে ঝেড়ে ফেলে আমাদের চিন্তার জগতকে মেরামত করতে হবে। তরুণ প্রজন্মকে বুঝে তাদের নেতৃত্বে এগোতে হবে। পতিত সরকারের মতো কেউ বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তা কঠোর হস্তে দমন করা হবে।’

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে বিএনপি মনোনীত এ প্রার্থী বলেন, ‘নির্বাচনের পর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের সব গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ করে তরুণদের সৃজনশীলতাকে কাজে লাগাতে চাই।’

অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি সরদার লুৎফর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি উদ্বোধন করেন বরিশাল সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব আয়মান হাসান রাহাত, বরিশাল শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. জসিম উদ্দিন, মাধ্যমিক পরিদর্শক অধ্যাপক রফিকুল ইসলাম হেলাল ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। একইদিন রাতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন কণ্ঠশিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।