বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে হবিগঞ্জের বানিয়াচংয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের বিএনপি দলীয় প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা ডা: সাখাওয়াত হাসান জীবন।
উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফের সভাপতিত্বে ও নকিব ফজলে রকিব মাখনের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা আল হাদী, সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, সাবেক সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, ফরহাদ হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসেন ও মাওলানা আমীর আহমদসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জমিয়তে উলামা ইসলাম বানিয়াচং উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফি।



