‘জিয়ার আদর্শ, খালেদা জিয়ার ত্যাগ ও তারেক রহমানের নেতৃত্ব— এ তিনেই আমাদের আশা’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও গাজীপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ডা. মাজহারুল আলম।
বুধবার (১৫ অক্টোবর) সকালে গাজীপুর মহানগরের জয়দেবপুর বাজারে বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচি জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ করার সময় তিনি এ মন্তব্য করেন।
ডা. মাজহার বলেন, ‘বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের গণমানুষের আত্মার প্রতিচ্ছবি। বিএনপি গণতন্ত্রের সফল ও সার্থক প্রতিষ্ঠা চায়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। তাই বিএনপির অন্যতম আন্দোলন হলো সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনগণকে সাথে নিয়ে গণ-অভ্যুত্থান গড়ে তোলা।’
এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মো: মাফিকুর রহমান সেলিম, গাছা থানা বিএনপির সাবেক দফতর সম্পাদক মো: আলম মাস্টার, বাসন থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো: আবু বক্কর সিদ্দিক, মহানগর তাতী দলের যুগ্ম আহ্বায়ক মো: ইজ্জত আলী, জেলা জিয়া পরিষদের সাবেক দফতর সম্পাদক মো: সাইফুল মোল্লা, ১৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: ফারুক শিকদার, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আ: জলিল মন্ডল, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির ফারুক আহমেদ, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো: তৌহিদুল ইসলাম প্রিয় ও মো: বিল্লাল রায়হান রনি মন্ডলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।