গাকৃবিতে পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গঠনে টেকসই প্রশিক্ষণ

গাকৃবিতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলার প্রয়াসে নতুন ডাস্টবিন স্থাপন, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ‘ক্যাম্পাস গ্রিন লিডার’ হিসেবে সম্পৃক্ত করার উদ্দেশে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
নয়া দিগন্ত

পরিবেশবান্ধব উন্নয়ন ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, সবুজ ভবিষ্যৎ : টেকসই উন্নয়নে বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে আইকিউএসি’র সেমিনার রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গাকৃবিতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলার প্রয়াসে নতুন ডাস্টবিন স্থাপন, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ‘ক্যাম্পাস গ্রিন লিডার’ হিসেবে সম্পৃক্ত করার উদ্দেশে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ।

বিশেষ এ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী হিসেবে গাকৃবি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীসহ ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন।