ফেনী বিশ্ববিদ্যালয়ে শহীদ হাদির গায়েবানা জানাজা ও দোয়া

ওসমান হাদিকে হত্যা করে যারা ভেবেছে বিপ্লবীদের থামিয়ে দেয়া হবে তারা ভুল ভাবছে। এ দেশে হাজারো বিপ্লবী তৈরি হয়েছে। হাজার হাজার ওসমান হাদি দেশে রয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এ দেশের তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
হাদির গায়েবানা জানাজা
হাদির গায়েবানা জানাজা |নয়া দিগন্ত

ফেনী বিশ্ববিদ্যালয়ে জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন সিইসি ৩১তম বিভাগের ছাত্র হাফেজ নোমান।

এ সময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিভিল বিভাগের চেয়ারম্যান আলী আকবর সিয়ান, আইন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মেশকাত ও নুর হোসেন।

বক্তারা বলেন, ‘শহীদ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের প্রতীক। ওসমান হাদিকে হত্যা করে যারা ভেবেছে বিপ্লবীদের থামিয়ে দেয়া হবে তারা ভুল ভাবছে। এ দেশে হাজারো বিপ্লবী তৈরি হয়েছে। হাজার হাজার ওসমান হাদি দেশে রয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এ দেশের তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ। আমরা চাই হাদি ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।‘