সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো: আমিনুল ইসলাম বলেছেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি জেলা বা উপজেলা কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারছি, সেটি সাংবাদিকদের সহযোগিতা ছাড়া যাচাই করা কঠিন। অনেক বিষয় আমাদের নজরে আসে না, আপনাদের মাধ্যমে সেসব নজরে আসে।’
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময়ের প্রথম দিনেই জেলা প্রশাসক সাংবাদিকদের কাছে জানতে চান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জে কীভাবে দৃষ্টান্তমূলকভাবে আয়োজন করা যায় এবং একটি সুন্দর নির্বাচন আয়োজনে করণীয় সম্পর্কিত আলোকপাত করেন।
এসময় তিনি সাংবাদিকদের নির্বাচনকালীন বিভিন্ন তথ্য যাচাই করে দেয়া নেয়া ও প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সভায় এক সাংবাদিক মন্তব্য করেন, ‘নির্বাচনের আগে জেলা প্রশাসকরা বলেন- দৃষ্টান্ত স্থাপন করতে চান, কিন্তু তারা সেটি পারেন না।’
উত্তরে জেলা প্রশাসক বলেন, ‘কোনো নির্বাচনের আগে কখনো ৫ আগস্ট আসেনি। এবারের নির্বাচনের আগে এসেছে। ৫ আগস্টের পরে চিন্তাচেতনায় পরিবর্তন হয়েছে। তাই এবারের শব্দগুলোর সাথে আগের শব্দগুলোর মিল থাকলেও কার্যক্রম ভিন্ন হবে।’
জেলা প্রশাসক আরো বলেন, ‘ইতোমধ্যে জেলার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন শুরু হয়েছে। জেলার কিছু কেন্দ্রের যোগাযোগব্যবস্থা দুর্বল, বিদ্যুৎ সংযোগ নেই এবং মোবাইল নেটওয়ার্ক নেই।’ এসব সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানান।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম আরো বলেন, ‘জেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। সেটি আগামীকাল থেকেই চলবে, এবিষয়ে শিডিউল করা হয়েছে। বাঘাবাড়ি নৌবন্দরকে আরো সচল করার ব্যাপারে আলোচনা করা হবে। যানজটের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সিএনজিকে একটি নির্দিষ্ট জায়গায় স্ট্যান্ড করার ব্যবস্থা করা হবে। ফুটপাত ও রাস্তার অবৈধ স্থাপনা খুব দ্রুত ভেঙ্গে দেয়া হবে।’
মতবিনিময় সভায় সিরাজগঞ্জের ডিডিএলজি মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



