ডাকসু নির্বাচনে মিল্লাতিয়ানদের প্রভাব, টঙ্গী ক্যাম্পাসে আনন্দের জোয়ার

প্রতিষ্ঠানটি থেকে এবার নির্বাচন করেছেন চারজন। তবে বিজয়ী হয়েছেন তাদের একজন। প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের মেধা ও সাংগঠনিক দক্ষতার সাক্ষ্যরে আনন্দের জোয়ার বইছে টঙ্গী ক্যাম্পাসে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক শিক্ষার্থীরা এবারো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিষ্ঠানটি থেকে এবার নির্বাচন করেছেন চারজন। তবে বিজয়ী হয়েছেন তাদের একজন। প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের মেধা ও সাংগঠনিক দক্ষতার সাক্ষ্যরে আনন্দের জোয়ার বইছে টঙ্গী ক্যাম্পাসে। এদিকে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদও ছিলেন ওই মাদরাসার সাবেক শিক্ষার্থী।

টঙ্গী ক্যাম্পাস সূত্রে জানা যায়, তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত তিনটি পৃথক ক্যাম্পাস থেকে বর্তমানে প্রায় এক হাজার সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন এবার বিভিন্ন পদে ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিজয়ী হয়ে টঙ্গী ক্যাম্পাসের গর্ব হিসেবে উঠে এসেছেন এম এম আল মিনহাজ (আলিম ২০১৬)। তিনি স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে জয়লাভ করেছেন। বর্তমানে তিনি ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারিয়েট মেম্বার এবং তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) সাবেক ভিপি।

অন্যদিকে পরাজিতদের মধ্যে ছিলেন ছাত্রদল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান (আলিম ২০১৬), গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী শিবিরের ঢাবি প্রচার ও মিডিয়া সম্পাদক সাজ্জাদ হোসেন খান (আলিম ২০১৯) ও সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা শরীফুল ইসলাম মুয়াজ (আলিম ২০১৯)।

মিল্লাতিয়ানদের এ উপস্থিতি ও অংশগ্রহণ ঢাবির রাজনীতিতে তাদের ক্রমবর্ধমান প্রভাবের সাক্ষ্য বহন করছে। বিশেষ করে টঙ্গী ক্যাম্পাস থেকে আসা শিক্ষার্থীদের সাফল্য ও সক্রিয়তা স্থানীয় পর্যায়েও আলোচনার জন্ম দিয়েছে।