নোয়াখালীতে এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে দোয়া মাহফিল

নোয়াখালী জেলা জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
এ টি এম আজহারুল ইসলামের মুক্তিতে দোয়া মাহফিল
এ টি এম আজহারুল ইসলামের মুক্তিতে দোয়া মাহফিল |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তিতে জামায়াত ইসলামী নোয়াখালী শহর শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) বাদ আসর নোয়াখালী জেলা জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শহর আমির মাওলানা মো: ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার।

জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা ও শহর দায়িত্বশীল এবং শ’ শ’ জনসাধারণ এ দোয়া মাহফিলে উপস্থিতি ছিলেন।

দোয়ার আগে ইসহাক খন্দকার বলেন, ‘যেখানে শ’ শ’ শহীদের রক্ত ঝরেছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছে, সেখানে আল্লাহর দ্বীন অবশ্যই বিজয়ী হবে। পরিশেষে তিনি দোয়া পরিচালনা করেন।’