জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর শরীয়তপুর কামিল মাদরাসা থেকে গণমিছিলটি শুরু করে শহীদ মামুন চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের শরীয়তপুর জেলা আমির মাওলানা আবদুর রব হাশেমী, ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, শরীয়তপুর-১ আসনের জামায়াতের মনোনিত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোশাররফ হোসেন মাসুদ, জামায়াতের জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কে এম মকবুল হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান,সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম ও জেলার বিভিন্ন সাংগঠনিক থানা শাখার আমির ও অন্যান্য নেতরা বক্তব্য রাখেন।
এছাড়াও জেলার চৌরঙ্গী মোড় শহীদ মামুন চত্বরে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী করা হয়।