ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের মধ্যে তিনটিতে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে ফরিদপুর-১ আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়। এদিকে, বিএনপির প্রার্থীদের নাম ঘোষণার পর সংশ্লিষ্ট প্রার্থীদের কর্মী সমর্থকদের মাঝে উচ্ছ্বাস সৃষ্টি হয়।
এর মধ্যে ফরিদপুর-২ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর-৪ আসনে কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করা হয়েছে।
ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণায় শামা ওবায়েদ বলেন, আমি এজন্য সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্থায়ী কমিটির নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দীর্ঘ ১৬-১৭ বছরের বিএনপির দীর্ঘ আন্দোলন সংগ্রামে এ দেশের মানুষের বহু ত্যাগ-তিতিক্ষা ও কষ্টের বিনিময়ে আজ দেশ নির্বাচনমুখী হয়েছে। আমিও সেই ত্যাগের একজন অংশীদার। যদি নির্বাচিত হই প্রয়াত বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করবো।’
ফরিদপুর-৩ আসনের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নাম ঘোষণার পর শহরের ময়েজ মঞ্জিলে নেতাকর্মী ও সমর্থকেরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নায়াব ইউসুফ বলেন, এই মনোনয়ন শুধু আমার একার জন্য নয়, এটি আমার নির্বাচনী এলাকার সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। ইনশাআল্লাহ দলের সকল নির্দেশনা মেনে সকল স্তরের নেতাকর্মীদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং জনগণের আস্থা অর্জন করে বিজয় ছিনিয়ে আনবো।
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ফরিদপুর-৪ আসনে আরো আরো অনেকে প্রার্থী ছিলেন। এর মধ্যে অনেক প্রাজ্ঞ, সিনিয়র নেতৃত্ব রয়েছেন, আমাদের বড় ভাই-ছোট ভাই। তবে দল যেহেতু আমাকে মনোনয়ন দিয়েছে, তাই সকলের প্রতি অনুরোধ করছি- আসুন আমরা সকলে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করি।
তিনি বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্র এখনো বিদ্যমান দেশে এবং দেশের বাইরে। বাংলাদেশকে অকার্যকর করবার জন্য একটি সর্বব্যাপী ষড়যন্ত্র চলছে, তাই আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানাই।
প্রসঙ্গত, সোমবার (৩ নভেম্বর) বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।



