সিরাজদিখানে নির্মাণাধীন বাড়ি থেকে রংমিস্ত্রির লাশ উদ্ধার

অচেতন অবস্থায় আরেক রংমিস্ত্রিকে উদ্ধার

আজ বিকেলে রংমিস্ত্রিদের সাথে দেখা করতে ঘটনাস্থলে যান ঠিকাদার গোবিন্দ বিশ্বাস। এ সময় তিনি মিস্ত্রিদের ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ভবনের বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে দ্বিতীয় তলার রান্নাঘরের ফলস ছাদের ভেতরে শাকিলের লাশ দেখতে পান। সেইসাথে অপর রংমিস্ত্রি নুর হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajdikhan
নির্মাণাধীন ভবন থেকে রংমিস্ত্রির লাশ উদ্ধার
নির্মাণাধীন ভবন থেকে রংমিস্ত্রির লাশ উদ্ধার |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি নির্মাণাধীন দু’ তলা বাড়ি থেকে শাকিল (৩০) নামে এক রংমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপর এক রংমিস্ত্রিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর এলাকায় মফিজুল ইসলাম ওরফে মনু হুজুরের নির্মাণাধীন দু’ তলা বাড়ির দ্বিতীয় তলার রান্নাঘরের ফলস ছাদের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শাকিলের বাবার নাম ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নির্মাণাধীন ভবনে ঠিকাদার গোবিন্দ বিশ্বাসের মাধ্যমে দু’জন রংমিস্ত্রি কাজ করছিলেন। তারা হলেন— শাকিল ও নুর হোসেন (৩৫)। নুর হোসেনের বাড়ি মাদারীপুরের রাজৈর থানার চর মোস্তফাপুর গ্রামে।

আজ বিকেলে রংমিস্ত্রিদের সাথে দেখা করতে ঘটনাস্থলে যান ঠিকাদার গোবিন্দ বিশ্বাস। এ সময় তিনি মিস্ত্রিদের ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ভবনের বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে দ্বিতীয় তলার রান্নাঘরের ফলস ছাদের ভেতরে শাকিলের লাশ দেখতে পান। সেইসাথে অপর রংমিস্ত্রি নুর হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’