পার্বত্য জেলা বান্দরবানে মাদরাসায় পড়ুয়া ছেলেকে দেখতে যাওয়ার পথে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা হাবিবুর রহমান (৪৫) নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বুলারতালুক সড়কের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
হাবিবুর রহমান সিরাজগঞ্জ জেলার পুঠিয়ার আহসান মোল্লার ছেলে বলে নিশ্চিত করছেন দোহাজারী হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদশর্ক আবুদস সাত্তার।
তিনি জানান, মোটরসাইকেল যোগে তিনি বান্দরবান জেলায় মাদরাসায় পড়ুয়া তার ছেলে দেখতে পাওয়ার পথে চট্টগ্রামগামী লাল সুবুজ ট্রাভেলের একটি বাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে দোহাজারী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



