মধুপুরে পুনরায় শালবন ফিরিয়ে আনা হবে : রিজওয়ানা হাসান

‘মধুপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে করা ১২৯টি মামলা প্রত্যাহার করাসহ পুনরায় আবার শাল গাজারির বন ফিরিয়ে আনা হবে।’

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Madhupur
বক্তব্য রাখছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
বক্তব্য রাখছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান |নয়া দিগন্ত

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘মধুপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে করা ১২৯টি মামলা প্রত্যাহার করাসহ পুনরায় আবার শাল গাজারির বন ফিরিয়ে আনা হবে। তাই আসন্ন বর্ষা মৌসুমে বেশি বেশি শাল গাছ রোপণ করতে হবে।’

রোববার (২৫ মে) দুপুরে টাঙ্গাইল বনবিভাগের আওতাধীন মধুপুরের টেলকি এলাকায় শাল গাছের চারা রোপণকালে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এখানে যারা বনবাসী আছেন তাদের এ বন রক্ষায় বিশেষ ভূমিকা পালন করতে হবে। এসব কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। বনে যে জায়গা বেদখল আছে সেগুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেয়া হচ্ছে। শালবনে বাণিজ্যিকভাবে ইউক্যালিপটাস ও আকাশিয়া গাছ রোপণ করা হয়, সেগুলো ক্রমান্বয়ে বন্ধ করা হবে।’

জানা যায়, মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ী এলাকায় সীমানা চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও সীমানা পিলার স্থাপনে ‘স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা’ প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন এ উপদেষ্টা।

এ সময় বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান, প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক উপস্থিত ছিলেন।