নলছিটিতে মাহেন্দ্র-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ঝালকাঠির নলছিটিতে মাহেন্দ্র ও অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন।

Location :

Jhalokati

ঝালকাঠি প্রতিনিধি ও নলছিটি সংবাদদাতা

ঝালকাঠির নলছিটিতে মাহেন্দ্র ও অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন।

শনিবার (৩ মে) বেলা ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কের পশ্চিম দপদপিয়ার বকুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার মরহুম ইঙ্গল হাওলাদারের ছেলে মো: হাসেম হাওলাদার (৭০) এবং ফলাঘর গ্রামের ইস্তাক আলীর ছেলে মো: শামীম (৫০)। আহত মো: বাদল (৪৫) ও মো: ফাহিম (১৩) ফলাঘর গ্রামের বাসিন্দা। তাদের গুরুতর অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ থেকে বরিশালগামী একটি মাহেন্দ্র গাড়ি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার ওপর উঠে যায়। এ সময় মাহেন্দ্রটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। একইসাথে গুরুতর আহত হন আরো দু’জন।

এদিকে দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। তবে মাহেন্দ্র গাড়িটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস ছালাম।