জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম বলেছেন, ‘মানবতার কল্যাণে জামায়াতে ইসলামী জন্মলগ্ন থেকেই একটি আদর্শিক ও সেবামূলক ভূমিকা পালন করে আসছে। এ সংগঠন দুঃখী, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে ন্যায় ও সমতার ভিত্তি গড়ে তুলছে।’
শুক্রবার (২৪ অক্টোবর) মুন্সীগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলার জামায়াতে ইসলামী খিদিরপাড়া ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুল করিম বলেন, ‘মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের অবদান অনস্বীকার্য। শিক্ষা, স্বাস্থ্য ও ত্রাণ কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত। জাতির সঙ্কটে জামায়াতে ইসলামী সর্বদা জনগণের পাশে থেকে মানবতার সেবায় ব্রতী। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং সমাজের সকল স্তরে সত্য, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।’
উঠান বৈঠকে জামায়াতে ইসলামী লৌহজং উপজেলা ও খিদিরপাড়া ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এদিকে জামায়াতের এ নেতা উপজেলার বোলতলী ও কনকসারে পৃথক পৃথক স্থানে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেন।



