বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এক কোটি যুবক-যুবতী চাকরি পাবে। কলকারখানা গড়ে তোলা হবে। বেকার যুবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ শেষে আত্ম কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। যুবকরাই আমাদের চালিকা শক্তি। তাদের জন্য বিএনপির যা যা করার করবে।’
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার মেসার্স শফিউদ্দিন ফিলিং স্টেশনের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন নগরকান্দা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ও ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দীন হেলাল।
শামা ওবায়েদ আরো বলেন, ‘বিএনপি ১৭ বছর সুষ্ঠু ভোটের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে। বিএনপি সাধারণ জনগণের দল।’
এ সময় আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, রবিউল ইসলাম রবি, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ।
উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুবদল নেতা বাবু, রাজু, মোরাদ তালুকদার প্রমুখ।



