বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিএনপির সদস্যপদ ফিরে পেলেন আব্দুর রাজ্জাক

আবেদন করার এক বছর পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়।

মুহাম্মদ আবদুল হাই, চৌহালী (সিরাজগঞ্জ)
আব্দুর রাজ্জাক
আব্দুর রাজ্জাক |নয়া দিগন্ত

দীর্ঘ ২৩ মাস পর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়।

এর আগে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুর রাজ্জাক মন্ডলসহ চার নেতাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর ২০২৪ সালের ৯ নভেম্বর বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লিখিত আবেদন করেন আব্দুর রাজ্জাক।

আবেদন করার এক বছর পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়।

বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এর মধ্য দিয়ে আবারো সত্যের জয় হয়েছে। আমি কোনো অপরাধ করি নাই সেটা প্রমাণিত হয়েছে। দলের হয়ে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করে যাব।’