ডা: শফিকুর রহমান

হ্যাঁ ভোট মানে আজাদী, আর না ভোট মানে গোলামী

‘চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে। জামাতের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে দেশে জামায়াত সরকার গঠন করবে।’

Location :

Pabna
সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বক্তব্য রাখছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান
সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বক্তব্য রাখছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান |নয়া দিগন্ত

পাবনা প্রতিনিধি ও ঈশ্বরদী সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘আগামী দিনে দেশে আর ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে গণভোটে হ্যাঁ-তে ভোট দিন। হ্যাঁ ভোট মানে আজাদী, আর না ভোট মানে গোলামী।’

তিনি বলেন, ‘আমরা চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আগামীতে সুযোগ পেলে আধিপত্যবিরোধী জনপ্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করা হবে। সরকার হবে ইনসাফ ন্যায় ও মানবিক কল্যাণের সরকার।’

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘আমরা কারো চোখ রাঙানিতে ভয় পাই না। আমরা শুধুমাত্র আল্লাহকেই ভয় পাই। হাজারো নেতাকর্মীকে ঠাণ্ডা মাথায় হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ। তাদের মতো এখন কেউ কেউ কথা বলছে। আমরা এটা চাই না।’

পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, এস এম সোহেলের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মো: সিবগাতুল্লাহ সিবগা ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আলী আজগার, পাবনার-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সুজানগর উপজেলার আমির অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, পাবনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেনসহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে। জামাতের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে দেশে জামায়াত সরকার গঠন করবে।’

তিনি আরো বলেন, ‘আগামী দিনের এ সরকার হবে আধিপত্যবাদের বিরুদ্ধের সরকার, দুর্নীতিমুক্ত চাঁদাবাজদের বিরুদ্ধের সরকার এবং ইসলামের সরকার হবে।’

সমাবেশে পাবনার পাঁচটি আসনের জামায়াতের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির।