পটুয়াখালী জেলার কুয়াকাটায় কাউয়ার চর সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে জোয়ারের পানির সাথে লাশটি গভীর সমুদ্র থেকে ভেসে আসে। ধারণা করা হচ্ছে, এটি সম্প্রতি সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ জেলেদের মধ্যে কারো লাশ হতে পারে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, লাশটির শরীরের চামড়া উঠে গেছে এবং অর্ধগলিত অবস্থায় থাকায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।
তিনি আরো বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।
সূত্র : বাসস