বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

‘এই বিজয় শুধু ভূখণ্ডের নয়, এটি মর্যাদা, মানবিক মূল্যবোধ ও স্বাধীন স্বপ্নের বিজয়। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।’

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন |নয়া দিগন্ত

গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে সকাল ৮টার দিকে ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো: আনিছুর রহমানসহ বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে ভিসি অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘এই বিজয় শুধু ভূখণ্ডের নয়, এটি মর্যাদা, মানবিক মূল্যবোধ ও স্বাধীন স্বপ্নের বিজয়। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।’

দিনের অন্য কর্মসূচির অংশ হিসেবে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয় গাজীপুর মূল ক্যাম্পাসে বিভিন্ন ব্যানার প্রদর্শন, বর্ণিল আলোকসজ্জায় সজ্জিতকরণ এবং যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও সারা দেশে বাউবির বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রেও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ব্যানার প্রদর্শনসহ নানা কর্মসূচি পালন করা হয়।